Notice Update
book
Date: 01 Jan, 2025
Title: গ্রামে গ্রামে বই পড়া কর্মসূচি

Description:

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার এর উদ্যোগে গ্রামে গ্রামে বই পড়া কর্মসূচি অংশ হিসেবে হযরতপুর, ঝাড়কুড়ি, রমচন্দ্রপুর, দ্বিগুন, এন্দোয়া, নলপুকুর, আগ্রা, মহেশপুর ও তালান্দার সহ গ্রামের সংগঠকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি গ্রামে ৪-৬ সংগঠক থাকবে যারা স্কুল পড়ুয়া প্রতিটি ছাত্রের বাড়িতে ক্লাস ও বয়স ভিত্তিক বই পৌঁছে দিবে, প্রতি সপ্তাহে আগের বই ফেরত দিয়ে নতুন বই দিবে। 

পাঠকদের কাছ থেকে প্রতিটি বইয়ের রিভিউ নেওয়া হবে।

ভালো রিভিউয়ার দের পুরস্কৃত করা হবে।

অভিভাবকদেরও পর্যায়ক্রমে বই পড়াতে উৎসাহ সৃষ্টি করা হবে।